Howrah

Apr 24 2023, 09:10

*খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে জখম হল বালক*

খেলতে খেলতে পাঁচ তলা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম এক ৯ বছরের বালক। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোড়াবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর গতকাল রাত সাড়ে নটা নাগাদ পিলখানার ফকির বাগান লেনের এক পাঁচ তলা বাড়ির ছাদে খেলছিল বাচ্চা ছেলেরা। সেই সময় চোখে রুমাল বেধে কানামাছি খেলছিল কয়েকজন ছোট ছেলে। হঠাৎ অনীশ কুমার নামে ৯ বছরের একটি ছেলে ছাদের পাঁচিল টপকে নিচের রাস্তায় পড়ে যায়। সেই সময় রাস্তার ধারে বসে আড্ডা মারছিলেন স্থানীয় যুবকরা। সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন। আহত অবস্থায় অনীশকে তারা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে অনীশের চোখে রুমাল বাধা ছিল। ছাদের পাঁচিল বেশি উঁচু না হওয়ার কারণে সে পাঁচিল টপকে নিচে পড়লে দুর্ঘটনা ঘটে।

Howrah

Apr 22 2023, 15:34

*সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা*


নিবেদিতা সেতুতে ওঠার মুখে ভয়াবহ দুর্ঘটনা। নিবেদিতা সেতু থেকে নামার রাস্তা দিয়ে একটি বাইক দুরন্ত গতিতে ব্রিজে উঠছিল। সেই বাইকে দুজন আরোহী ছিল হেলমেট ছাড়া। সেই সময় ব্রিজ থেকে মাঝারি গতিতে একটি চার চাকা গাড়ি আসছিল। তখনই বাইক এবং গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুজন আরোহী ছিটকে পড়েন রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালি থানার পুলিশ ও বালি ট্রাফিক গার্ডের কর্মীরা। রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায় দুর্ঘটনাগ্রস্থ বাইক এবং গাড়িটি। বাইকটির প্রায় পুরো ক্ষতিগ্রস্ত। হাসপাতালে ভর্তি করা হয়েছে ২জনকে।

প্রত্যক্ষদর্শিরা জানাচ্ছেন, দক্ষিণেশ্বরের দিক থেকে বাইকটি এই রাস্তায় উঠেছিল। বালিতে টোল প্লাজার কাছে এসে বেরোতে না পারায় ফের উল্টো লেন ধরে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল দুরন্ত গতিতে। সেই সময় সংঘর্ষ টি হয়। জি রাস্তায় বাইক ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেখানে এতক্ষণ এই বাইকটি কিভাবে রইল তা নিয়ে উঠছে প্রশ্ন।

Howrah

Apr 21 2023, 17:26

*করোনার বাড়বাড়ন্তের জেরে খোলা হল করোনা ওয়ার্ড*


ফের বাড়ছে করোনার প্রকোপ ।এনিয়ে সরকারি নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরে।সেইমতো হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে খোলা হলো কোভিড ওয়ার্ড।হাসপাতালের একটি ফ্লোর করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ নিতাই চরণ মন্ডল জানান ফের করোনার সংক্রমণ বাড়ছে।তবে তা আগের মতো মারাত্মক নয়।মৃত্যুর হার কম।তবে করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর প্ৰস্তুত।সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।উত্তর হাওড়ার জয়সওয়াল হাসপাতালে ষাটটি শয্যা রাখা হয়েছে।এছাড়া দশটি শয্যার ক্রিটিক্যাল ইউনিট খোলা হয়েছে।

এছাড়া কোভিড পরীক্ষার ব্যবস্থা রয়েছে।তবে এখনো পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়নি।মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান করোনা নিয়ে আগের মতো ভয়ের কিছু না থাকলেও জ্বর সর্দি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।সংক্রমন যাতে না ছড়ায় তারজন্য মাস্ক ব্যব্যবহার করা প্রয়োজন।

Howrah

Apr 20 2023, 21:22

শিবপুর এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি


হাওড়া:রামনবমীতে হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা ঘটেছিলো।সামনেই ঈদ।এরমধ্যে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় তারজন্য আগে থেকেই নজরদারি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ।শিবপুর এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।রামনবমীর দিন অশান্তির সময় বহুতলের ছাদ থেকে প্রচুর ইটপাটকেল মারা হয়।

তাই বহুতলের ছাদে কিছু মজুত করে রাখা হচ্ছে কিনা তা দেখা হচ্ছে আজ ড্রোনের মাধ্যমে।এছাড়াও শিবপুর থানার পুলিশ ও সেন্ট্রাল জোনের আধিকারিকরা বিভিন্ন জায়গায় রাফ নিয়ে রুট মার্চ করছে।এই নজরদারি প্রতিদিন চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

Howrah

Apr 20 2023, 21:22

"জনকল্যাণ ও গঙ্গা দূষণ মুক্তি"র বার্তা নিয়ে কেদারনাথ ধাম যাত্রা যুবকের


হাওড়া: হিন্দু ধর্মের ৪ ধাম যাত্রা শুরু হয় কেদারনাথ ধাম দিয়ে। তবে সহজ পথ নয় খুব দম থাকতে হয় পায়ের জোর লাগে । তাই অনেকেই ভাবলেও পিছিয়ে আসেন । নিজ মনের ইচ্ছা পূরণের জন্য তীর্থ যাত্রা করে থাকেন কিন্তু সাঁকরাইলের প্রভাস বর জনকল্যাণ ও গঙ্গার দূষণ মুক্তর বার্তা নিয়ে বেরিয়ে পড়লেন সাহস আর মনের জোর নিয়ে। ছোটবেলা থেকে মহাদেব শিবের ভক্ত শ্রাবণ মাস এবং শিব চতুর্দশী এই বিশেষ দিনগুলোতে ভক্তি এবং শ্রদ্ধা ভক্তির সাথে পালন করেন। পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে জল ঢেলে ছিলেন। অনেকদিন থেকেই মনের সুপ্ত বাসনা ছিল দেব ভূমিতে যাবার।

সেই সুপ্ত বাসনা ইচ্ছা আজ বেরিয়ে পড়লেন। কঠিন এই যাত্রা ভাবলেও ভয় লাগে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা। পেশায় সবজি মান্ডিতে শ্রমিকের কাজ করেন বাড়িতে মা বাবা এবং চার ভাই বোন বাড়ির বড় ছেলে প্রভাস। বাড়ির তরফ থেকে তার সব কাজে অনুমতি থাকেন তাই এই বিষয়ে কোনো বাধা পেতে হয়নি। জেলাশাসক থেকে বিধায়ক পঞ্চায়েত এর তরফ থেকে অনুমতি মিলেছে। যাবার জন্য প্রস্তুতি নিয়েছেন ২ মাস এর বেশি সময় থেকে কাজ কর্মে যেতেন খালি পায়ে হাঁটতেন বেশি নিজেকে কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করেছেন বছর ৩০ সের প্রভাস । মনের জোর পেয়েছেন ক্যারাটে শিক্ষা থেকে নিজে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত প্রশিক্ষক । এই কয়েক মাসে নিজেকে লোহার মত শক্ত পোক্ত দেহ মন তৈরি করেছেন।

কেদারনাথের যাবার রাস্তা প্রায় ২০০০ কিলোমিটার প্রত্যেক দিন ১২ থেকে ১৫ কিলো মিটার হাঁটার টার্গেট নিয়েছেন ১৫ আগস্টে কেদারনাথ পৌঁছাবেন। তিনি তারাপীঠ,দেহঘর, গয়া, কাশি , অযোধ্যা হয়ে কেদারনাথ যাবেন এই পরিকল্পনা নিয়েছেন। রাত কাটাবেন কোনো মন্দির বা প্রশাসনিক কোনো জায়গাতে। আজ সাঁকরাইল থানা গঙ্গার ঘাটে স্নান সেরে জল নিয়ে নিজের লাগেজ নিয়ে হাতে জাতীয় পতাকা মায়ের আশীর্বাদ নিয়ে রওনা হলো। মা বলেন ছেলের ছোটবেলা থেকে সেই ভাবে ইচ্ছা পূরণ করতে পারেনি তাই ছেলের এই ইচ্ছা কে পূরণ করার জন্য অনুমতি দিয়েছেন। ছাপোষা ঘরের ছেলে সেই ভাবে অর্থ জোগাড় করতে পারেনি তিনি বাজেট করে ছিলেন প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা মোট ১০ হাজার টাকা হাতে নিয়ে ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়লেন । বন্ধুদের কাছ থেকে সবদিক থেকে সাহায্য এবং মনের বল যুগিয়েছে তারা খুশি প্রভাস যেনো এই যাত্রা সম্পূর্ন করতে পারে রাজ্য প্রশাসন ও কেন্দ্র প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন কোনো বাধা না আসে সেদিকে নজর রাখতে ।

গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে যেভাবে কেন্দ্রের সরকার নমামী গঙ্গার প্রকল্পের কাজ করছেন মানুষ কে সচেতন করছেন আবর্জনা গঙ্গায় না ফেলে । বাংলার ছেলে গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে কঠিন পথে বেরোলেন ।

Howrah

Apr 20 2023, 16:27

*গঙ্গার তলা দিয়ে গেল ধর্মতলা পৌছালো মেট্রো রেল*

ফের হল মেট্রো রেলে ট্রায়াল রান। বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দান থেকে মেট্রো রেল গঙ্গার তলা দিয়ে গেল ধর্মতলায় । প্রসঙ্গত কদিন আগেই এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি রেক হাওড়া ময়দানে গিয়েছিল ।

এদিন বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গেল মেট্রো ট্রেন। এটিও ছিল ট্রায়াল রান। ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর এই ট্রায়াল রানে কোথাও কোনও সমস্যা হয়নি । খুব শীঘ্রই যাত্রী নিয়ে এই রুটে মেট্রো চলাচল করবে। আর সেটি হবে ভারতীয় রেলের কাছে একটি ঐতিহাসিক দিন। কারন ভারতবর্ষে এই প্রথম নদীর নিচ দিয়ে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। 

Howrah

Apr 20 2023, 14:53

*সেতু উদ্ভোধনে এসে বাসিন্দাদের পাশে দাঁড়ালো পুলক রায়*


উলুবেড়িয়াঃ আপনারা কোনভাবেই রাস্তার দুই পাশ দখল করবেন না। আমি প্রশাসনকে বলব তারা যেন এই বিষয়টি লক্ষ্য রাখেন। বুধবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে দামোদর নদীর উপর সেতুর শিল্যান্যাস করতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। প্রাশসন সূত্রে খবর ৯০ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার চওড়া সেতুটি নির্মাণ করতে ব্যায় হবে প্রায় ১২ কোটি টাকা। সেতুটি একদিকে উলুবেড়িয়া এবং অন্যদিকে শ্যামপুরের সঙ্গে যোগ স্থাপন করবে‌। প্রশাসন সূত্রে খবর সেতুটি নির্মাণ হয়ে গেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালিচাতুরি,ধান্দালী, নবগ্রাম এবং বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন।

এদিন সেতুর শিল্যান্যাস করে মন্ত্রী-পুলক রায় বলেন সেতুটি নির্মাণ হয়ে গেলে দুটি বিধানসভার মানুষের প্রচুর উপকার হবে। তিনি বলেন সেতুর উপর দিয়ে ভারী যানবাহন যাতায়াত করার জন্য সেতুটি পাকাপোক্তভাবে; নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী বলেন সেতুটি নির্মাণ হয়ে গেলে শ্যামপুর থেকে মাতাপাড়া রাস্তা চওড়া করা হবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রাস্তার দুই পাশ দখল করবেন না।

এদিন পুলক রায় বলেন সেতুটি নির্মাণের জন্য দেড় বছর সময়সীমা ধার্য করা থাকলেও এখানে জমি জট সমস্যা না থাকায় আগামী এক বছরের মধ্যে সেতুর কাজ শেষ হবে। এ দিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালিপদ মন্ডল, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলাশাসক ( পঞ্চায়েত) সৌমেন পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ সহ অন্যান্যরা। প্রসঙ্গত দামোদর নদীর দুই পাড়ের বাসিন্দারা এতদিন কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করত।

Howrah

Apr 20 2023, 14:51

*প্রাণী পাচার রুখলো পুলিশ*


উলুবেড়িয়াঃ:  গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও বন দপ্তর যৌথ অভিযান চালিয়ে গড়চুমুক ফাড়ি এলাকার পূর্ব বাসুদেবপুর থেকে তক্ষক বিক্রির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে একটি তক্ষক( টোকো গোকো) উদ্ধার করা হয়েছে। তিন যুবকের বিরুদ্ধে বন্যপ্রান শিকার ও বিক্রির অভিযোগ আনা হয়েছে। বুধবার তাদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বন দপ্তর সুত্রে  জানাগেছে অভিযুক্ত তিনজন হলেন দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা বিমল অধিকারী, ক্যানিং এর বাসিন্দা তৈয়ব লস্কর এবং উলুবেড়িয়ার মৌবেশিয়ার বাসিন্দা রবিন দাস।

বন দপ্তর  সূত্রে খবর বিমল ও তৈয়ব তক্ষকটিকে বিক্রির উদ্দেশ্যে  গড়চুমুক ফাঁড়ি এলাকায় নিয়ে এসেছিল। বিমল অধিকারী ও তৈয়ব লস্কর। উলুবেড়িয়ার মোবেশিয়ার বাসিন্দা রবিনের সাথে বিমলের পরিচয় করিয়ে দিয়েছিল তৈয়ব লস্কর। রবিনের কাজ ছিল তক্ষকটির ক্ষরিদ্দার জোগাড় করার। সুত্রের খবর বডহুমূল্যে তক্ষকটি কেনার ক্ষরিদার জোগাড় হয়ে গেছে।

এটা জানার পর বিমল তক্ষকটিকে গড়চুমুক এলাকায়  নিয়ে আসে। তিনজনে জড়ো হয় একটি জায়গায়। এরপরেই গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ও বন দপ্তর তিনজনকে গ্রেপ্তার করে।  বন দপ্তর সূত্রে খবর ভারতীয় বনপ্রান সংরক্ষণ আইন অনুযায়ী তক্ষক সিডিউল ১ পর্যায় ভুক্ত। একে শিকার করা , রাখা বা বিক্রয় করা আইনত অপরাধ।

Howrah

Apr 20 2023, 14:50

*মুকুল গুরুত্বহীন! দাবি অরুপ রায়ের*


মুকুল রায়ের দিল্লি যাত্রার প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে কটাক্ষ করেন রাজ্যের সমবায় মন্ত্রী। তিনি বলেন, মুকুল রায় প্রসঙ্গকে গুরুত্বহীন বলে দাবি করলেন সমবায় মন্ত্রী অরুপ রায়ের। পাশাপাশি মন্ত্রী দাবি সমুদ্রে অনেক আগাছা ভেসে অন্যত্র চলে যায় তাতে কিছু যায় আসে না।

Howrah

Apr 20 2023, 14:49

*ভারত জুট মিলে অচলাবস্থা*


হাওড়া : হাওড়ার দাসনগর ভারত জুট মিলে অচলাবস্থা। বিক্ষোভ দেখাচ্ছে শ্রমিকরা। গত ২রা এপ্রিল থেকে অচলাবস্থা চলছে দাসনগর ভারত জুট মিলে।কাজকর্ম পুরোপুরি বন্ধ। আর্থিক সংকটে প্রায় ৬০০জন শ্রমিক।বারবার কর্তৃপক্ষের কাছে সমস্যা সমাধানের জন্য আবেদন করেও লাভ হয়নি।

দ্রুত মিল চালু করা এবং শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে আজ বিক্ষোভ হয়।মিলের সদর দপ্তর হাওড়া হাউসে বিক্ষোভ দেখায় সবকটি শ্রমিক সংগঠন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ।